Search This Blog

Sunday 28 July 2013

একটি শর্ট (ফিল্ম) রিভিউঃ দা পেপারম্যান

ধরুন আপনি একদিন সকালে অফিসে যাওয়ার জন্য একাকী একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছেন। সেখানে হঠাৎ আবির্ভাব হল এক সুন্দরী রমনীর। "প্রথম দেখায় প্রেমে" পড়ে গেলেন আপনি। কিন্তু কয়েক সেকেন্ডের ভুলে সেই রমনী আপনাকে ফেলে দ্রুতগামী ট্রেনে চড়ে চলে গেল। পেয়েও হারানোর বেদনায় মুহ্যমান আপনি বহুতল ভবনের উপরতলায় আপনার অফিসে গেলেন। আপনি জানালা দিয়ে বিষন্ন চোখে বাইরে তাকালেন। হঠাৎ দেখলেন, আপনার স্বপ্ন কন্যা রাস্তার অপরদিকে আরেকটি বহুতল ভবনে খোলা জানালার পাশে বসে কাজ করছে। হাত নেড়ে মনোযোগ আকর্ষন করতে ব্যর্থ আপনি কি করতে পারেন আপনার এক বুক ভালবাসা, কল্পনা শক্তি আর অফিসের একগাদা কাগজ নিয়ে?

এরকমই এক কাহিনী নিয়ে জন কার্স পরিচালিত ডিজনীর স্বল্প দৈর্ঘ্যের ছবি "দা পেপারম্যান"। সাত মিনিটেরও কম দৈর্ঘের এই এনিমেটেড ছবিটি ২০১২ সালে অস্কারে "সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র" পুরস্কারপ্রাপ্ত।

"ইটস টাফ টু বি এ বার্ড" এর পর ৪৩ বছরের মধ্যে এই ছবিটি ডিজনী নির্মিত অস্কারে সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র শাখায় পুরস্কারপ্রাপ্ত প্রথম ছবি।

৩ডি এনিমেশন চলচিত্রের দাপটের যুগে ২ডি ফরমেটে নির্মিত ছোট্ট এই প্রেমের ছবিটি দেখে সবার ভাল লাগবে এই আশা রেখে এই "স্বল্প দৈর্ঘ্য" রিভিউটি শেষ করছি।

হ্যাপি মুভি টাইম।

ইউটিউব লিঙ্ক

মুভি রিভিউঃ ম্যান ইন ব্ল্যাক-৩

একটা সিক্যুয়েল মুভি দেখতে গেলে দ্বিমুখী সমস্যায় পড়তে হয়।  প্রথমতঃ আগের পর্বগুলো দেখা না থাকলে মুভির আসল মজা ভাল ভাবে পাওয়া যায় না। দ্বিতীয়তঃ আগের পর্বগুলো দেখা থাকলে শুরু হয় অন্য সমস্যা। তখন আগের পর্বের সাথে এই মুভির নানারকম তুলনা মাথায় গিজগিজ করে। এই ছবিটা আগের ছবিকে ছাড়িয়ে যেতে পারল কি না, অভিনয় আগের ছবির চেয়ে ভাল না খারাপ ইত্যাদি ইত্যাদি। ম্যান ইন ব্ল্যাক -৩ অনেক ক্ষেত্রেই তার আগের পর্বগুলোকে ছাড়িয়ে যেতে পারে নি ঠিকই, তবে সময়োপযোগী রুপান্তরের মাধ্যমে একটা চালু ফ্রাঞ্চাইজ হিসাবে টিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় রসদ যোগাড় করে ফেলেছে।

ম্যান ইন ব্ল্যাক সিরিজের তৃতীয় এই মুভিটির আই এম ডি বি রেটিং ৭.০ আর রোটেন টমেটো রেটিং ৬৯%।

কাহিনী সংক্ষেপঃ আমাদের পরিচিত এজেন্ট কে (টমি লি জোন্স) আর এজেন্ট জে (উইল স্মিথ)কে দিয়ে শুরু হয় কাহিনী। এলিয়েন আক্রমন থেকে পৃথিবীকে বাচাতে সদা তৎপর এই দুই এজেন্টের সামনে এবার মুখোমুখী পুরোনো শত্রু "জানোয়ার বরিস" যাকে ৪০ বছর পুর্বে এজেন্ট 'কে' গ্রেফতার করে চাঁদে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তার 'লুনার ম্যাক্স' কারাগারে কয়েদ করে রেখেছিল। 'লুনার ম্যাক্স' থেকে পালিয়ে "জানোয়ার বরিস" পৃথিবীতে এসেছে পৃথিবী ও পুরোনো শত্রু এজেন্ট 'কে' কে ধ্বংস করতে। টাইম জাম্পের মাধ্যমে "জানোয়ার বরিস" অতীতে ফিরে গিয়ে খুন করে এজেন্ট 'কে' কে। এখন পৃথিবী আর এজেন্ট 'কে' কে বাচাতে এজেন্ট 'জে' অতীতে  যায়। সেখানে এজেন্ট 'জে'র দেখা হয় কমবয়সী এজেন্ট 'কে' ( যোশ ব্রোলিন ) এর সাথে। দুজনে মিলে পৃথিবীকে বাচানোর মিশনে নামে।

অনেকদিন পর আমার প্রিয় একজন অভিনেতা উইল স্মিথকে অভিনয়ে দেখে অনেক ভাল লেগেছে। অসাধারন অভিনয় করেছেন। টমি লি জোন্স কে দেখে একটু দুঃখ পেয়েছি। ভদ্রলোক আসলেই বুড়িয়ে গেছেন, যদিও তার বয়সী নায়কেরা এখনও একশন ফিল্ম করে যাচ্ছেন। কমবয়সী এজেন্ট 'কে' এর চরিত্রে যোশ ব্রোলিন অসাধারন অভিনয় করেছেন। মনে হচ্ছিল টমি লি জোন্সই বোধহয় তরুন হয়ে গেছেন। যোশ ব্রোলিন টমি লি জোন্স কে অনুকরন করে তাক লাগিয়ে দিয়েছেন।

দুই এজেন্টের চরিত্রের মধ্যে চমৎকার বোঝাপড়া ছিল। তাদের খুনসুটি, আবেগাক্রান্ত মুহুর্তগুলো খুব উপভোগ করেছি। সিনেমার শেষ দিকে একটা চমক আছে। তাছাড়া মানুষের চাঁদে যাওয়ার মুহুর্তটাকে আবার বিশ্বাসযোগ্যভাবে পুনঃনির্মান করে দেখানোর জন্য পরিচালককে একটা ধন্যবাদ দিতেই হয়।

"জানোয়ার বরিস" চরিত্রে জেমেইন ক্লেমেন্ট সাদামাটা অভিনয় করেছেন। তাকে কখনোই সুপার ভিলেন মনে হয় নি । ভবিষ্যত দেখতে পারা গ্রিফিন (জেমেইন ক্লেমেন্ট) যথেষ্ট হাস্যরস জুগিয়েছে। সিনেমার একটি দৃশ্যে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গিয়েছিল, যখন 'টাইম জাম্প' করার জন্য এজেন্ট জে কে এম্পায়ার  স্টেট বিল্ডিং থেকে ঝাপ দিতে বলা হল।

বুড়িয়ে যাওয়া টমি লি জোন্স কে বাদ দিয়ে নতুন এজেন্ট 'কে' আসায় নতুন করে শুরু হল এই জনপ্রিয় সিরিজের যাত্রা। এই পরিবর্তন আপনার ভাল লাগে কি না, বুঝার জন্য মুভিটি দেখে ফেলুন ঝটপট।

সবশেষে, সিনেমার একটি ডায়লগ, যেটি আমার সবচেয়ে ভাল লেগেছে, রিভিউর সাথে অপ্রাসঙ্গিক হলেও বলতে ইচ্ছা করছে, ডায়লগটি হল, "যে প্রশ্নের উত্তর তুমি জানতে চাও না, সে প্রশ্ন কখনো করো না"।

সবাই ভাল থাকবেন। হ্যাপি মুভি টাইম।

মুভি রিভিউঃ বারফি

"বারফি" সিনেমাটি দেখার পর রিভিউ লেখার লোভটা আর সামলানো গেল না। সিনেমাটির ট্রেলার দেখার পর সিনেমাটি কখন দেখতে পাব সেই আশায় ছিলাম। এবং সিনেমাটি দেখার পর মনে হচ্ছে , অনেক দিন পর একটি ভাল হিন্দি সিনেমা দেখলাম। হৃদয়ের কোমল তন্ত্রীগুলো নাড়িয়ে দিয়ে গেল বিশুদ্ধ আবেগের কিছু মুহুর্ত।

প্রচারের আলোয় থাকা হিন্দি সিনেমাগুলো কোন না কোন ভাবে দেখা হয়েই যায়। ডাউনলোড করে, ধার করে, ইত্যাদি ইত্যাদি। "বারফি" সিনেমার ট্রেলার দেখে আর মুভি রিভিউগুলো পড়ে সিনেমাটি সম্পর্কে যা ধারনা হয়েছিল, দেখার পর মনে হল প্রত্যাশার চেয়ে অনেক বেশিই পাওয়া গেল।

"বারফি" ছবিটির আইএমডিবি রেটিং ৮.৯ আর রোটেন টমেটো বলছে ছবিটির ৮৯% ফ্রেশ। অনুরাগ বসুর লেখা ও পরিচালিত ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন এস রবি বার্মান।

সংক্ষেপে সিনেমার কাহিনী এরকম - বোবা কালা মারফি/ বারফির (রনবীর কাপুর) জীবনের সাথে বুদ্ধি প্রতিবন্ধি ঝিলমিল (প্রিয়াঙ্কা চোপড়া) আর সুস্থ স্বাভাবিক মেয়ে শ্রুতির (ইলেনা ডি ক্রুজ) জীবন জড়িয়ে যায়। মারফির বিচিত্র হাস্যরসাত্মক কর্মকান্ড চলতে থাকে, একে একে আসতে থাকে অপহরন আর খুন রহস্য, সেই সাথে এক অদ্ভুত মানবিক আর আবেগঘন কাহিনীর অবতারনা হতে থাকে।


আমাদের সামাজিক মানুষেরা পরিচ্ছন্ন আবেগের প্রকাশ খুব কম ঘটাতে পারি, নানা কারনেই। সেই কারনেই শিশু আর প্রতিবন্ধিদের আবেগের প্রকাশকেই অনেকটা পরিচ্ছন্ন আর বিশুদ্ধ বলা যেতে পারে । দুজন প্রতিবন্ধি মানুষের ভালবাসা আর আবেগের জায়গায় মেকি কোন ভাব থাকতে পারে না। আমাদের সামাজিক মানুষেরা এই বিশুদ্ধ  আবেগের কাছে স্পর্শ পেয়ে হঠাৎই দুফোটা চোখের জল ফেলে। "বারফি" এমনই এক অনুভূতি দিয়ে গেল।

আবেগঘন পরিবেশ তৈরী করে দর্শকের মন ছুয়ে যাওয়ার একটা প্রবনতা হিন্দী সিনেমার পরিচালকদের থাকে। কিন্তু দুঃখজনক হলেও সবসময় এই চেষ্টা সফল হয় না। "বারফি" এই প্রচেষ্টায় সফল। কাহিণী গড়ানোর সাথে সাথে আবেগের কামড় দর্শকের মনে ভালই দাগ কাটবে।

সিনেমায় রনবীরের বোবা কালার অভিনয় অনবদ্য, প্রিয়াঙ্কা চোপড়ার ঝিলমিল চরিত্রের কথা আমার অন্তত অনেকদিন মনে থাকবে, ইলেনা চমৎকার অভিনয় করেছেন, সর্বোপরি দার্জিলিং এর মনোমুগ্ধকর লোকেশন সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।