Search This Blog

Wednesday 16 May 2012

মুভি রিভিউঃ WALL-E

WALL-E একটি এনিমেটেড ছবি। এন্ড্রু স্ট্যানটন পরিচালিত পাক্সার ও ডিজনির এই ছবিটি ২০০৮ সালে মুক্তি পায়। IMDB Rating ১০ এর মধ্যে ৮.৫ ।

কাহিনী সংক্ষেপঃ একটু দূর ভবিষ্যতের কাহিনী। পৃথিবী পরিত্যাক্ত। মানুষ নভোযানে করে মহাশুন্যে বাস করে। WALL-E একটি ময়লা পরিস্কারক রোবট। সকাল সন্ধ্যা ময়লা স্তুপ করে তার দিন কাটে। একাকি জীবনে একটা রোবট তেলাপোকা তার একমাত্র সাথী। WALL-E বিচিত্র সব জিনিশ সংগ্রহ করতে ভালবাসে, ভালবাসে গান শুনতে, প্রিয় গান বাজিয়ে আকাশের তারা দেখতে...............

কেমন একটু খটকা লাগছে তাই না, কেমন যেন একটু মানবীয় গল্প......কিন্তু গল্পটা এমনই......তো হঠাৎই একদিন, হ্যা, হঠাৎই একদিন ইভ নামক এক রোবটের আগমনে WALL-E র শান্ত, নিস্তরঙ্গ জীবনে ব্যাপক আলোড়ল উঠল, WALL-E ইভকে ভালবেসে ফেলল...............

..................তারপর ঘটতে শুরু করল নানা মজার এবং স্বাসরুদ্ধকর ঘটনা, যার ফলশ্রুতিতে মানব জাতির ইতিহাসই বদলে গেল............

রোমান্টিক জুটি WALL-E আর ইভকে দেখুন.........



ছবিতে বাক্সসদৃশ WALL-E র চেহারায় সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, ভালবাসার নিখুত পরিস্ফুটন আমাকে মুগ্ধ করেছে। অসাধারন এনিমেশন, গল্পের নিখুত বিন্যাস, WALL-E র বিচিত্র হাস্যরসাত্মক কর্মকান্ড, সবমিলে ছবিটিকে একটি সববয়সের দর্শকের জন্য একটি অবশ্য দর্শনীয় সিনেমায় পরিনত করেছে।


ডাউনলোড লিংক  

No comments:

Post a Comment