Search This Blog

Sunday 28 July 2013

একটি শর্ট (ফিল্ম) রিভিউঃ দা পেপারম্যান

ধরুন আপনি একদিন সকালে অফিসে যাওয়ার জন্য একাকী একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছেন। সেখানে হঠাৎ আবির্ভাব হল এক সুন্দরী রমনীর। "প্রথম দেখায় প্রেমে" পড়ে গেলেন আপনি। কিন্তু কয়েক সেকেন্ডের ভুলে সেই রমনী আপনাকে ফেলে দ্রুতগামী ট্রেনে চড়ে চলে গেল। পেয়েও হারানোর বেদনায় মুহ্যমান আপনি বহুতল ভবনের উপরতলায় আপনার অফিসে গেলেন। আপনি জানালা দিয়ে বিষন্ন চোখে বাইরে তাকালেন। হঠাৎ দেখলেন, আপনার স্বপ্ন কন্যা রাস্তার অপরদিকে আরেকটি বহুতল ভবনে খোলা জানালার পাশে বসে কাজ করছে। হাত নেড়ে মনোযোগ আকর্ষন করতে ব্যর্থ আপনি কি করতে পারেন আপনার এক বুক ভালবাসা, কল্পনা শক্তি আর অফিসের একগাদা কাগজ নিয়ে?

এরকমই এক কাহিনী নিয়ে জন কার্স পরিচালিত ডিজনীর স্বল্প দৈর্ঘ্যের ছবি "দা পেপারম্যান"। সাত মিনিটেরও কম দৈর্ঘের এই এনিমেটেড ছবিটি ২০১২ সালে অস্কারে "সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র" পুরস্কারপ্রাপ্ত।

"ইটস টাফ টু বি এ বার্ড" এর পর ৪৩ বছরের মধ্যে এই ছবিটি ডিজনী নির্মিত অস্কারে সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র শাখায় পুরস্কারপ্রাপ্ত প্রথম ছবি।

৩ডি এনিমেশন চলচিত্রের দাপটের যুগে ২ডি ফরমেটে নির্মিত ছোট্ট এই প্রেমের ছবিটি দেখে সবার ভাল লাগবে এই আশা রেখে এই "স্বল্প দৈর্ঘ্য" রিভিউটি শেষ করছি।

হ্যাপি মুভি টাইম।

ইউটিউব লিঙ্ক

No comments:

Post a Comment